বরিশালে কঠোর লকডাউন কাগুজে আদেশে

বরিশালে কঠোর লকডাউন কাগুজে আদেশে


বরিশালে কঠোর লকডাউন এখন এক কাগুজে আদেশে রূপ নিয়েছে। কিছু দোকানপাঠ, থ্রি হুইলার এবং লঞ্চ-বাস বন্ধ থাকা ছাড়া প্রায় সব কিছুই স্বাভাবিকভাবে রয়েছে। নগরীতে বেড়েছে মানুষ এবং যানবাহন চলাচল। এদের অনেকেই মুখে নেই মাস্ক। শারীরিক দূরত্বও অনুসরণ করেন না কেউ। যদিও লকডাউন এবং স্বাস্থ্যবিধি বাস্তবায়নে গতকালও নগরীতে অভিযান চালিয়েছে পৃথক ৩টি ভ্রাম্যমান আদালত। টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। 

যত দিন যাচ্ছে কঠোর লকডাউন ততোই শিথিল হয়ে যাচ্ছে। রোববার লকডাউনের ১১তম দিনে নগরীর রাস্তাঘাটের চিত্র অনেকটাই স্বাভাবিক। কিছু দোকানপাঠ, থ্রি হুইলার এবং লঞ্চ-বাস বন্ধ থাকা ছাড়া লকডাউনের তেমন কোন প্রভাব নেই বরিশালে। রাস্তায় চলাচল করছে প্রচুর সংখ্যক মানুষ এবং যানবাহন। নানা প্রয়োজনে, নানা অজুহাতে রাস্তায় বের হয়েছেন তারা। 

এদিকে লকডাউন বাস্তবায়নে নগরীতে পৃথক ৩টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। অপ্রয়োজনে ঘর থেকে বের হলে কিংবা স্বাস্থ্যবিধি অমান্য করলে তাদের শাস্তির আওতায় আনছে ভ্রাম্যমান আদালত। 

অপরদিকে নগরীতে সেনা বাহিনী, বিজিবি, র‌্যাব এবং পুলিশের টহল অব্যাহত রয়েছে। তবে পুলিশের চেকপোস্টগুলোতে এখন আর তেমন নজরদারী দেখা যায়নি।